Thursday, May 31, 2012

তীব্র গণ-আন্দোলনের মুখে সরকারের পতন ঘটানো হবেঃ সালাহউদ্দিন আহমদ

“১০ জুনের মধ্যে তত্বাবধায়ক সরকার পদ্ধতি মেনে না নিলে তীব্র গণ আন্দোলনের মুখে এ স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকারের পতন ঘটানো হবে।

কেননা আওয়ামীলীগের দু:শ্বাসনের বিরুদ্ধে এ দেশের সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। আজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন, অর্থনীতি বিপর্যস্থ। এভাবে দেশ চলতে পারেনা। শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বাকশালী এ সরকার বিরোধী রাজনীতি নিশ্চিহ্ন করার অংশ হিসেবে বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দদেরকে কারাগারে নিক্ষিপ্ত করছে। কিন্তু বাংলাদেশের কারাগারের ধারণ ক্ষমতার বেশী নেতা কর্মীকে কারাগারে নিক্ষিপ্ত করা হলেও বিএনপির রাজনীতি থেমে থাকবে না।”
গতকাল ৩০ মে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সফর উপলক্ষ্যে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একথা বলেন। তিনি আরো বলেন, যাদের এজেন্ডা বাস্তবায়নে এ সরকার ক্ষমতায় এসেছে তাদের সেসব বিদেশী প্রভুরাও আজ মুখ ফিরিয়ে নিয়েছে। আর তাই গণতন্ত্রকে বিকিয়ে দিয়ে দেশে হত্যা, খুন, গুম আর লাশের রাজনীতি শুরু করেছে আওয়ামীলীগ। তিনি আরো বলেন, এ সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে তাদের পরিণতি সাবেক স্বৈরশাসকদের চেয়ে ভয়াবহ হবে। এ সরকারের বিরুদ্ধে এমন আন্দোলন করতে হবে যাতে আওয়ামীলীগের শিকড পর্যন্ত উপড়ে যায়। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স হলে জেলা বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, সহ-সভাপতি সিরাজুল হক বিএ, সরওয়ার কামাল চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুল হক, জেলা মৎস্যজীবি দল সভাপতি হামিদ উদ্দিন ইউছুপ গুন্নু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোখতার আহমদ, জেলা ছাত্রদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আবদুল্লাহ, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, জেলা বিএনপির সদস্য শাহাব উদ্দিন চৌধুরী, সৌদি আরব কক্সবাজার প্রবাসী বিএনপির দপ্তর সম্পাদক মহিউদ্দিন চৌধুরী,কুতুবদিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম কুতুবি, রামু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: আবদুশ শুক্কুর, মহিলাদল নেত্রী ফরিদা ইয়াসমিন, তাহেরা বেগম, ছাত্রদল নেতা আমীর আলী, রাশেদুল হক রাসেল, শাহ মোশারফ হোসেন, জামাল মাহমুদ, মোহাম্মদ আলী, আবদুস সালাম প্রমূখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী ও প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী। মূল অনুষ্ঠানস্থলে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতা-কর্মীদের অভ্যর্থনা জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।

No comments:

Post a Comment