Friday, May 25, 2012

টেকনাফের বাহারছড়ায় নির্মাণাধীন পর্যটন রিসোর্ট ভাঙচুর

টেকনাফের বাহার ছড়ায় নির্মাণাধীন পর্যটন রিসোর্টের ওয়াল ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। ২২ মে রাতে টেকনাফ উপজেলার সমুদ্র উপকূলবর্তী ইউনিয়ন

বাহারছড়ার বড় ডেইল-নোয়াখালী পাড়ায় শতাধিক সংঘবদ্ধ সন্ত্রাসী অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ফাইভ স্টার হোটেলের বাউন্ডারী ওয়াল গুড়িয়ে দিয়েছে।
শুধু তাই নয়  দেয়াল ভাঙচুরের আগে অস্ত্রধারী সন্ত্রাসীরা তিন কর্মচারীকে অপহরণ করে। পরে রাত একটায় স্থান ছাড়ার শর্তে ছেড়ে দেয়া হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০০৯ সালে বাহারছড়ার বড় ডেইল মৌজায় পর্যটন শিল্পে বিনিয়োগ করতে ১৪ কানি নিষ্কণ্টক জায়গা কিনে নেয় চট্টগ্রামের বেলাল আহমদ গং। পরে এর আমমোক্তার দেখা শোনার দায়িত্ব নেন উখিয়া-টেকনাফের  খোরশেদ আলম রাজা।
ধনাঢ্য খোরশেদ রাজাকে বিপাকে ফেলতে স্থানীয় দুই-তিনটি চাঁদাবাজ চক্র উখিয়া-টেকনাফের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ইন্ধনে খোরশেদ রাজাকে জিম্মি করে তিন দফায় লাখ লাখ টাকা চাঁদা আদায় করে। এছাড়া ৪৮ শতক জায়গাও ছেড়ে দেন।

তবুও মন গলেনি দুর্বত্তদের। অধিক চাঁদার দাবিতে চক্রটি জনৈক দিদারকে সামনে এনে ভুয়া দলিলের দোহাই দিয়ে ২২ মে রাতের আঁধারে শতাধিক চিহ্নিত সন্ত্রাসী জড়ো করে পুরো সীমানা ওয়াল ও কর্মচারী শেডে ভাঙচুর চালায়।

এর আগে সন্ত্রাসীরা তিন কর্মচারী আবদুল্লাহ, শাহ আলম ও আবু তাহেরকে অপহরণ করে। পরে অপহৃত তিন কর্মচারীকে এলাকা ছেড়ে যাওয়ার চুক্তিতে ছেড়ে দেয়।

স্থানীয় সাবেক মেম্বার ফজলুল করিম জানান, আগে প্রশস্ত আট ফুট রাস্তা থাকলেও খোরশেদ রাজা নিজে জায়গা ছেড়ে ১৮ ফুটে রূপান্তর করেছে। এ অন্যায় মেনে নেয়া যায় না। আরেক সাবেক মেম্বার কবির আহমদ জানান, সন্ত্রাসীরা এভাবে চাঁদাবাজি ও ভাঙচুর চালালে বাইরের বিনিয়োগকারীরা এলাকা ছেড়ে পালাবে।

No comments:

Post a Comment