Thursday, December 16, 2010

জামিন পেয়েও জেলে অ্যাসাঞ্জ

জামিন পেলেও এখনো ছাড়া পাননি উইকিলিকসের প্রধান সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ। গত মঙ্গলবার তাঁকে লন্ডনের আদালতে হাজির করার পর জামিনের আদেশ হয়। তবে সুইডিশ আইনজীবীরা আদালতের এ আদেশের বিরুদ্ধে আবেদন করায় আবারও তাঁকে জেলে পাঠানো হয়। ব্রিটেনের আদালত তিন লাখ ৭৮ হাজার ডলার জামানতের শর্তে অ্যাসাঞ্জের জামিন মঞ্জুর করেন। এক সপ্তাহ আগে লন্ডনে আত্মসমর্পণ করেন তিনি। তাঁর বিরুদ্ধে সুইডেনে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। অ্যাসাঞ্জ এ অভিযোগ অস্বীকার করেছেন।

জামিন দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সুইডিশ আইনজীবীদের আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আদালত জানান। সিদ্ধান্ত পক্ষে গেলে ১১ জানুয়ারি পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তিনি মুক্ত থাকবেন। অ্যাসাঞ্জ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, 'আমি সব বুঝতে পারছি।' তাঁর আইনজীবী মার্ক স্টেফেন আদালতের সিদ্ধান্তকে 'লোক দেখানো' অভিহিত করেন। তিনি জানান, অ্যাসাঞ্জের জামিনের প্রায় অর্ধেক অর্থ ইতিমধ্যেই জোগাড় হয়েছে। চলচ্চিত্র নির্মাতা এবং মানবাধিকারকর্মী মাইকেল মুর অ্যাসাঞ্জের জামিনের জন্য ২০ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
গত মাসের শেষ দিকে উইকিলিকস যুক্তরাষ্ট্রের গোপন প্রায় আড়াই লাখ কূটনৈতিক নথি ফাঁস করে দিলে বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে।
সূত্র : এএফপি।

No comments:

Post a Comment