Wednesday, December 15, 2010

সরকারের প্রতি খোন্দকার দেলোয়ারঃ সাহস থাকলে পদত্যাগ করে এখনই নির্বাচন দিন

রকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপির নেতারা বলেছেন, সাহস থাকলে পদত্যাগ করে এই নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন দিন। তাঁরা দাবি করেন, এতেই সরকারের ভরাডুবি নিশ্চিত। আজ বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলের শীর্ষস্থানীয় নেতারা সরকারের প্রতি ওই চ্যালেঞ্জ ছুড়ে দেন। তাঁরা বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে। এখন যেকোনো সময়ই তাদের পতন হবে।

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সভাপতির ভাষণে বলেন, ‘নির্বাচন দিয়ে প্রমাণ করুন জনগণ আপনাদের সঙ্গে আছে, নাকি খালেদা জিয়ার সঙ্গে আছে? আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। সাহস থাকলে এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। এই নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন দিয়ে দেখুন। আপনাদের ভরাডুবি নিশ্চিত।’
গণতন্ত্র, দ্রব্যমূল্য, পোশাকশিল্প পরিস্থিতিসহ সব ক্ষেত্রে সরকারকে ব্যর্থ বলে আখ্যায়িত করেন খোন্দকার দেলোয়ার। তিনি আরও বলেন, ‘সারা দেশের মানুষ এখন গণতন্ত্র রক্ষার আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে আছে। জনতার এই রোষের সামনে কোনো সরকার টিকে থাকতে পারে না। এই সরকারও টিকবে না।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, দেশ রক্ষায় খালেদা জিয়া আন্দোলনের নেতৃত্ব দেবেন এবং এতে তারেক রহমান এসে যোগ দেবেন। দুর্বার আন্দোলনে এই সরকারের পতন নিশ্চিত হয়ে যাবে।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্বাধীনতার ৩৯ বছর পর আজ দেশের ৪০ শতাংশ মানুষ দুই বেলা খেতে পায় না। গণতন্ত্রের মুখোশ পরে আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করছে।’
মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় দলের নেতা-কর্মীদের সমালোচনা করেন। উপস্থিত নেতা-কর্মীরা স্লোগান দেওয়ার সময় সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘এখানে গলা ফাটিয়ে স্লোগান দিয়ে দেখাচ্ছেন, অথচ রাজপথে আন্দোলনের সময় কাউকে খুঁজে পাই না।...পদ রক্ষা, কমিটি দখল, ব্যক্তিসম্পদ দখলে রাখার পাঁয়তারা বন্ধ করে রাজপথ দখলের চেষ্টা করেন।’
মির্জা আব্বাস বলেন, ‘আপনারা স্লোগান শোনাচ্ছেন! এই স্লোগান এখানে শোনানোর দরকার নেই। পারলে রাজপথে স্লোগান দেবেন। অবশ্য এখানে চর্চা করতে পারেন।’
সভায় ৫০০-এর বেশি নেতা-কর্মী যোগ দেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে রফিকুল ইসলাম মিঞা, বেগম সরোয়ারী রহমান, আমান উল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, সুলতান সালাহউদ্দিন প্রমুখ এতে বক্তব্য দেন।

No comments:

Post a Comment