Wednesday, December 15, 2010

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল আটক

সলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলামকে আজ বুধবার বিকেল সোয়া চারটার দিকে আটক করেছে র‌্যাব। চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় অবস্থিত জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে ইজহারুলকে আটক করা হয়। তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক।

ইজহারুলকে আটকের প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনের রাস্তায় নেমে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছে।
র্যাব-৭ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল সাজ্জাদ হোসাইন এবং ওই মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান ইজহারুলের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজ্জাদ হোসাইন জানান, গত রোববার চট্টগ্রামের হাটহাজারী এবং গত সোমবার ভোরে রাউজান ও কাউখালী সীমান্তবর্তী পাহাড়ি এলাকার গোদাড়পাড় থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদে ইজহারুল ইসলামের নাম বের হয়ে এসেছে। তাই আজ তাঁকে আটক করা হয়েছে। এদিকে আজ সকালে মুফতি ইজাহারুল ইসলাম সংবাদ সম্মেলন করে ওই পাঁচজনকে নির্দোষ দাবি করেছিলেন।

No comments:

Post a Comment