Wednesday, December 15, 2010

ভাঙা সুটকেস জাদুর বাক্স হয়ে গেছে ___খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রাজনীতি করেন যুদ্ধাপরাধী, গণহত্যাকারী ও তাদের দোসরদের নিয়ে। এ জন্য গণহত্যাকারীদের ডাকা হরতালে তিনি সমর্থন দিয়েছেন। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই এ হরতাল ডাকা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আওয়ামী লীগের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়ত জোট সরকার যে কী পরিমাণ লুট করেছে এর প্রমাণ গত কয়েক দিনে মানুষ দেখেছে। কয়েক দিন ধরে বাক্সবন্দী করে এই লুটের মাল সরানো হয়েছে। বাক্স খুললে দেখা যেত কত সম্পদ। ভাঙা সুটকেস জাদুর বাক্স হয়ে গেছে। খালেদা জিয়ার যে সন্তানের চেয়ে সম্পদের দরদ বেশি, এটা প্রমাণ হয়ে গেছে। আমি এটা বলেছি তাই তিনি গোস্বা হয়েছেন। সম্পদ নিতে লজ্জা নেই, চাইতে লজ্জা নেই। বললেই গোস্বা হয়। আমি এখন আর বলতে চাই না। সময় হলে আরও বলব।’
২০০১ সালে বিএনপি ক্ষমতা নেওয়ার ২৩ মাস পর কী হয়েছে, তার সঙ্গে আওয়ামী লীগের ২৩ মাসের তুলনা করতে প্রধানমন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানান। তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘মিথ্যাচারীরা মিথ্যাচার করবে, এতে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। বিএনপি দেশকে, দেশের মানুষকে ভালোবাসে না। এরা শুধু লুটপাট করে। এরা জনগণের প্রতি যে দরদ দেখায়, এটা মাছের মায়ের পুত্রশোক। বিরোধী দলের কাজ হচ্ছে হত্যাকারী ও জঙ্গিদের প্রতিষ্ঠিত করা।’
শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের ধৈর্য এবং নিবেদিত প্রাণ হয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী। আরও বক্তব্য দেন মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, মো. নাসিম প্রমুখ।

No comments:

Post a Comment