Wednesday, December 15, 2010

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৭

পূর্বশত্রুতার জের ধরে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় সাতজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, আজ ক্যাম্পাসে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মীরা। বেলা দেড়টার দিকে তাঁরা ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময় প্রধান ফটকের সামনে পৌঁছালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে ছাত্রদলের কর্মী আসাদুজ্জামান রানা, মিজানুর রহমান, ইব্রাহিম কবির, মোর্শেদ আলম, মাসুম পারভেজসহ সাতজন আহত হন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গেলে ছাত্রলীগ অন্যায়ভাবে আমাদের ওপর হামলা চালায়।’
তবে ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান দাবি করেন, ‘ছাত্রলীগনেতা মনা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের কয়েকজনকে প্রতিহত করা হয়েছে মাত্র।’
প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

No comments:

Post a Comment