Monday, December 27, 2010

রাঙামাটিতে সন্তু লারমার গাড়িবহরে হামলা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার গাড়িবহরে আজ সোমবার সকালে হামলা হয়েছে। খাগড়াছড়ি থেকে রাঙামাটি ফেরার পথে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকায় তাঁর গাড়িবহর হামলার শিকার হয়। এ সময় বহরে থাকা দুটি গাড়ির কাচ ভেঙে যায়। তবে যাত্রীদের সবাই অক্ষত আছে।

রাঙামাটির পুলিশ সুপার মাসুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সন্তু লারমার ব্যক্তিগত সহকারী বরুণ চাকমা জানান, সকাল ১০টার দিকে গাড়িবহর বেতছড়ি এলাকায় পৌঁছালে হামলা চালানো হয়। তিনি দাবি করেন, এ সময় গাড়িবহর লক্ষ্য করে গুলি করা হয়েছে। গুলিটি গাড়িবহরে থাকা মাইক্রোবাসে আঘাত করে। এতে মাইক্রোবাসের কাচ ভেঙে যায়। এ ছাড়া অন্য একটি জিপ গাড়িরও কাচ ভেঙেছে।
তবে জেলা পুলিশ সুপার গুলি হওয়ার বিষয়টি নিশ্চিত করেননি। তিনি দাবি করেন, পাহাড়ের ওপর থেকে পাথর মারা হয়েছিল।
সন্তু লারমার ব্যক্তিগত সহকারী আরও জানান, সন্তু লারমা পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির সভায় যোগ দিতে গতকাল রোববার রাঙামাটি থেকে খাগড়াছড়ি যান।
প্রসঙ্গত, এ বছরের ২৭ জানুয়ারি রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে একই এলাকায় সন্তু লারমার গাড়িবহর হামলার শিকার হয়েছিল।

No comments:

Post a Comment