Monday, December 27, 2010

পৌরসভা ও সংসদ উপনির্বাচনঃ খুলনা ও বরিশালে আ.লীগ সমর্থিত প্রার্থী চূড়ান্ত

খুলনা ও বরিশাল বিভাগের পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী চূড়ান্ত করা হয়েছে। গতকাল রোববার বিভাগীয় দুই সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নিয়ে দল-সমর্থিত প্রার্থী চূড়ান্ত করেন। জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের চিঠি দিয়ে ওই প্রার্থীকে সমর্থনের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জোটগতভাবে নির্বাচন করায় খুলনা বিভাগে সাতক্ষীরা সদর ও দাকোপ পৌরসভায় জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী দেওয়া হয়েছে। একই বিভাগের আলমডাঙ্গায় জাসদ-সমর্থিত প্রার্থী দেওয়া হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার। গতকাল রাত পর্যন্ত খুলনা বিভাগের মহেশপুর, কলারোয়া, গাংনী, পাইকগাছা, বাঘারপাড়া ও মনিরামপুর পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী চূড়ান্ত হয়নি। আজ সকালের মধ্যে এসব পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় জাহাঙ্গীর আলম, দর্শনায় মতিউর রহমান, কুষ্টিয়ার খোকসায় আলাউদ্দিন, মিরপুরে এনামুল হক মালিথা, ভেড়ামারায় শামীমুল ইসলাম, ঝিনাইদহ সদরে সাইদুল করিম, শৈলকূপায় তৈয়ব আলী, কালিগঞ্জে মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুরে কাজী আলমগীর, হরিণাকুণ্ডতে শাহীনুর রেজা, নড়াইল সদরে সোহরাব হোসেন বিশ্বাস, কালিয়ায় আকরামুল হক, মেহেরপুর সদরে পিয়ারুল ইসলাম, যশোর সদরে এস এম কামারুজ্জামান, অভয়নগরে এনামুল হক, কেশবপুরে মিলন মিত্র, চৌগাছায় এস এম সাইফুর রহমান, বেনাপোলে মো. আশরাফুল আলম, বাগেরহাট সদরে হাবিবুর রহমান খান, মোরেলগঞ্জে মনিরুল ইসলাম তালুকদার ও মাগুরা সদরে আলতাফ হোসেন।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগে চূড়ান্ত হওয়া প্রার্থীরা হলেন ভোলা সদরে আবদুল মমিন, লালমোহনে এমদাদুল ইসলাম, চরফ্যাশনে সালাম তালুকদার, বোরহানউদ্দিনে রফিকুল আলম, দৌলতখানে আলী আজম, পটুয়াখালী সদরে শফিকুল ইসলাম, কলাপাড়ায় এস এম রাকিবুল আহসান, পিরোজপুর সদরে হাবিবুর রহমান, মঠবাড়িয়ায় রফিকউদ্দিন আহমেদ, স্বরূপকাঠিতে দেলোয়ার হোসেন, বরিশালের গৌরনদীতে আরিফুর রহমান, মেহেন্দীগঞ্জে কামালউদ্দিন খান, মুলাদীতে মো. শফিকুজ্জামান, বানারীপাড়ায় গোলাম সালেহ মঞ্জু, আমতলীতে শামসুল হক গাজী, পাথরঘাটায় আনোয়ার হোসেন, বেতাগীতে আলতাফ হোসেন, নলছিটিতে তসলিমউদ্দিন আহমেদ চৌধুরী ও বাকেরগঞ্জে লোকমান হোসেন।

No comments:

Post a Comment