Monday, December 27, 2010

 লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে আজ সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (২৫)। তিনি গরুর ব্যবসায়ী। একই ঘটনায় মো. বাবু মিয়া (২৪) নামের আরেকজন বাংলাদেশি আহত হয়েছেন।

বিডিআর জানায়, নিহত বেলালের বাড়ি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের নামাজিটারী গ্রামে। আহত বাবুর বাড়ি একই ইউনিয়নের বামনদল গ্রামে।
জানা যায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বুড়িমারী সীমান্ত পার হওয়ার সময় ৮৩৮ মেইন পিলার-সংলগ্ন এলাকায় বেলাল ও বাবুকে লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি চালায়। এতে বেলাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাবুর পিঠে গুলি লাগে। বেলালের লাশ বিএস বাড়ি এলাকার বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতের ভেতরে নিয়ে গেছে। বাবু বাংলাদেশে পালিয়ে আসে।
বুড়িমারী বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সাঈদ প্রথম আলোকে বলেন, ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং নিহত বাংলাদেশির লাশ ফেরত চেয়ে বিএস বাড়ি এলাকার বিএসএফ ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে।
লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের (বিডিআর) উপ-অধিনায়ক মেজর শফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment