Wednesday, December 08, 2010

নয়া দিগন্তর খবর- আরো গোপন তথ্য ফাঁস করার ঘোষণা উইকিলিকস’র

রো গোপন তথ্য ফাঁস করার ঘোষণা দিয়েছেন উইকিলিকস’র মুখপাত্র ক্রিস্টিন রাফনসন। ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের গ্রেফতার ও জামিন নাকচের ঘটনাকে মিডিয়ার স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে অভিহিত করেছে প্রতিষ্ঠানটি। ওয়েবসাইটটির মুখপাত্র ক্রিস্টিন রাফনসন বার্তা সংস্খা রয়টার্সকে বলেছেন, বিভিন্ন দেশের গোপন নথি যেগুলো আজ কিংবা আগামী দিনগুলোতে প্রকাশের কথা রয়েছে তাতে কোনো পরিবর্তন আসবে না। সেগুলো যথাসময়ে ফাঁস করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

ক্রিস্টিন রাফনসন বলেন, উইকিলিকস চালু আছে। আমরা আগের মতোই কাজ চালিয়ে যাব। লন্ডন এবং বিভিন্ন অজ্ঞাত স্খানে আমাদের একঝাঁক উদ্যোমী কর্মী এ ওয়েবসাইটটি চালু রেখেছেন।
উইকিলিকসের সাংবাদিক জেমস বিল বার্তা সংস্খা এএফপিকে বলেছেন, জুলিয়ান অ্যাসাঞ্জের গ্রেফতার হওয়া সত্ত্বেও তাদের ওয়েবসাইট যুক্তরাষ্ট্রের আরো গোপন কূটনৈতিক তারবার্তা ফাঁস করবে। জেমস বলেন, যা কিছুই ঘটুক না কেন, সব কর্মসূচি ঠিকঠাক মতো চলবে।
উল্লেখ্য, ওয়েব সাইটটির প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ লন্ডনে পুলিশের কাছে আত্মসমর্পণের একদিন পর আরো গোপন তথ্য ফাঁস করার এ ঘোষণা দেয়া হলো।

No comments:

Post a Comment