Wednesday, December 08, 2010

নরসিংদীতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ১০ জন নিহত

রসিংদী রেলস্টেশনের কাছে আজ বুধবার বিকেলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেন দুটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। একটির ইঞ্জিন অন্যটির ইঞ্জিনের ওপর উঠে গেছে। সন্ধ্যা সাতটায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। দুর্ঘটনাস্থল পুলিশ ও র্যাবের সদস্যরা ঘিরে রেখেছেন।

দুর্ঘটনাস্থলে ছয়-সাতজনের লাশ দেখা গেছে। আহত ব্যক্তিদের জেলা হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় চারজন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বিকেল পৌনে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি হলো ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী আন্তনগর ‘মহানগর গোধূলী’ ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেন ‘চট্টলা’।

No comments:

Post a Comment