Wednesday, December 08, 2010

নরসিংদীতে পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের সংঘর্ষ, আটক ৩২

রসিংদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের আট সদস্যসহ জামায়াতের কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল মালেকসহ ৩২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের পুরাতন ডাকঘর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল পাঁচটার দিকে জেলা জামায়াতের আমির আ ফ ম আবদুর ছাত্তারের নেতৃত্বে শহরের ব্রাহ্মন্দী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম শেষে পুরাতন ডাকঘর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় পুলিশ দুই দিক থেকে জামায়াতের নেতা-কর্মীদের ধাওয়া করে। জামায়াতের নেতা-কর্মীরা পুলিশের হামলার জবাবে ইটপাটকেল ছুড়ে মারে। এ ঘটনায় পুলিশের আট সদস্যসহ জামায়াতের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াতের ৩২ নেতা-কর্মীকে আটক করেছে। জেলা জামায়াতের নির্বাহী কমিটির কার্যকরী সদস্য মকবুল হোসেন বলেন, ‘শান্তিপূর্ণ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করার সময় পুলিশ বিনা উসকানিতে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে।’ নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামায়াতের নেতা-কর্মীরা মিছিল-সমাবেশের মাধ্যমে বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। পুলিশ জামায়াতের যে ৩২ নেতা-কর্মীকে আটক করেছে, তাদের সবার বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হচ্ছে।

No comments:

Post a Comment