Wednesday, December 08, 2010

২৬ ডিসেম্বর হরতাল ডেকেছে ওলামা মাশায়েখ পরিষদ

শিক্ষানীতির প্রতিবাদে ২৬ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দিন খান আজ বুধবার এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে কাল বৃহস্পতিবার থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেয়।

সংগঠনটি গত সোমবার সংবাদ সম্মেলন করে ২৬ ডিসেম্বর হরতাল করার ঘোষণা দিলেও সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তা প্রত্যাহার করে নেয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ তারিখের পর হরতাল দেওয়া হবে। কিন্তু সংগঠনটি আজ সংবাদ সম্মেলন করে একই তারিখে হরতালের ঘোষণা দিল।
সংবাদ সম্মেলনে মাওলানা মুহিউদ্দিন খান বলেন, যে শিক্ষানীতি পাস করা হচ্ছে তা ধর্মহীন। ধর্মহীন শিক্ষা আল্লাহর কাছে কোনো শিক্ষা নয়। একতরফাভাবে এ শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে। এ শিক্ষানীতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

No comments:

Post a Comment