বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, স্পিকার নন বর্তমানে সংসদ চালাচ্ছে মহাজোট সরকার। বিরোধী দলের সংসদসংশ্লিষ্ট দাবি-দাওয়ার ব্যাপারেও সরকারের সঙ্গে সমঝোতা করতে পারছেন না তিনি। তাহলে এই সংসদ কে চালাচ্ছে? স্পিকার, না সরকারের ইশারায় চলছে। এখানে স্পিকার অসহায়। তাহলে সংসদে গিয়ে কী হবে।
জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দ্রব্যমূল্য, আইনশৃক্সখলা, পানি-বিদ্যুৎ-গ্যাসসহ জনসমস্যার বিষয়ে আমাদের দেওয়া মুলতবি প্রস্তাবগুলোর বিষয়ে কোনো সাড়া না পাওয়ায় আমরা সপ্তম অধিবেশনে আপাতত যোগ দিচ্ছি না। স্পিকারের সঙ্গে শনিবারের সাক্ষাৎ প্রসঙ্গে ফারুক বলেন, স্পিকার আমাদের সংসদে এসে কথা বলতে বলছেন। ওদিকে বিরোধী দলের নেতাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। অথচ এ নিয়ে তিনি কোনো ভূমিকা পালন করতে পারলেন না। তাই এমন সংসদে যাওয়া আমাদের পক্ষে আপাতত সম্ভব নয়। তিনি বলেন, স্পিকার আমাকে যেসব কথা বলেছেন, তা আমি শনিবার রাতেই আমার দলের সিনিয়র নেতাদের জানিয়েছি। তিনি বলেন, এর আগেও স্পিকারের অনুরোধে আমরা সংসদে গিয়েছিলাম। কিন্তু তিনি কোনো কথা রাখেননি। সারাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, বিরোধীদলীয় নেতাকে তার ৩৮ বছরের বাস করা বাড়ি থেকে উচ্ছেদ, ইত্যাদিসহ আমাদের বিভিন্ন দাবি রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আশরাফউদ্দিন নিজান, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, নজরুল ইসলাম মঞ্জু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রেহেনা আকতার রানু, নীলুফার চৌধুরী মণি, শাম্মি আকতার, রাশেদা বেগম হীরা প্রমুখ।
Wednesday, December 08, 2010
স্পিকার নয়, সংসদ চালাচ্ছে সরকার (!)
লেখাটি সূত্র ও লেখকের সৌজন্যে কপি পোস্ট করেছেন
Anonymous
সূত্র ও লেখক @Source & Writer:
সমালোচনা
-
নকশা অনুমোদন নেই, পরিবেশ ছাড়পত্রও নেই। তবু কক্সবাজার সমুদ্রসৈকতের তীর ঘেঁষে (সি-ইন পয়েন্টে) তৈরি হচ্ছে ডেসটিনি ২০০০ লিমিটেডের পাঁচতারকা হোটে...
-
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নাফ নদী ও টেকনাফ স্থলবন্দর এবং আরকান সড়ক দিয়ে পানির মতো আসতে শুরু করেছে যৌন উত্তেজক ট্যাবলেট ইয়াবা।
-
বা ড়িটা এখনো ভূতের বাড়ি বলে পরিচিত। সেই বাড়িতে থাকেন রহস্যময় দুই বোন। মনে আছে তাঁদের কথা? মনে পড়ে যাওয়ারই কথা। যদিও মাঝে পাঁচ বছর কেটে গেছে...
-
এ ই রকম কেউ যদি শুধায় স্বর্গের হুরিরা কেমন নিজের মুখখানা দেখিয়ে বলো, এই রকম। কেউ যদি শুধায় চাঁদ কেমন, ছাদে উঠে বলো, এই রকম। কেউ যদি উর্বশী খ...
-
শুক্রবার কক্সবাজার শহরে বিপুল রক্তপাত হয়েছে। পুলিশের গুলিতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকর্মীসহ অন্ততঃ সাত জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়...
-
কক্সবাজারের চকরিয়ায় সেতুর রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে এর ১৭ আরোহী।
-
আজ ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস। বিগত বছরগুলোতে বিশ্বের অন্যান্য দেশের মতো কক্সবাজারে অবস্থিত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীরাও দিবসটি পালন করে ...
-
কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ব্রীজের রেলিং ভেঙ্গে একটি বাস নদীতে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই না ফেরার দেশে চলে গেলেন ১৮জন হতভাগ্য ন...
-
বাংলাদেশ ইস্যুতে বিজেপি থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নর...
-
কক্সবাজারে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে।
No comments:
Post a Comment