Tuesday, December 07, 2010

মহাস্থানগড়ের আশপাশে ইমারত নির্মাণকাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ

গুড়ার মহাস্থান গড়ের ঐতিহাসিক স্থাপনার আশপাশে ইমারত নির্মাণকাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ওখানকার মাজার উন্নয়ন কমিটির সভাপতি মমতাজ উদ্দিনকে ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্মাণসামগ্রী অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিন আইনজীবী রিটটি দায়ের করেন। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারিসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
রুলে ঐতিহাসিক নিদর্শন মহাস্থানগড়ের আশপাশের এলাকায় ভবন নির্মাণ বন্ধে আইনগত পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। সংস্কৃতিসচিব, স্বরাষ্ট্রসচিবসহ আটজনকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া নির্দেশ বাস্তবায়নের পরবর্তী পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, কয়েক শ বছর আগে সেন, পাল, মৌর্য ও গুপ্ত রাজাদের রাজধানী ছিল মহাস্থানগড়। বাণিজ্য ও সংস্কৃতির একটি প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এটি। মহাস্থানগড় রক্ষায় সরকারের দায়িত্ব রয়েছে। আইনের বিধান অনুসারে ঐতিহাসিক স্থাপনার আশপাশে নির্মাণের ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে। তা সত্ত্বেও আশপাশে মাজার উন্নয়ন কমিটির নামে বহুতল ভবন নির্মাণ চলছে। এর ফলে মহাস্থানগড়ের বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত হবে। হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক ওই নিদর্শনের স্বাভাবিক সৌন্দর্য দর্শনে বঞ্চিত হবে।
শুনানির পর আদালত রুল জারি করে এ আদেশ দেন।

No comments:

Post a Comment