Tuesday, December 07, 2010

 তৃতীয় প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধি ৮.৯ শতাংশ

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের এক প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য তুলে ধরা হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও প্রবৃদ্ধির এই হারকে ভারতের অর্থনীতির একটি সাফল্য হিসেবে অভিহিত করা হয়েছে। একই সময় ভারতে শিল্প খাতের প্রবৃদ্ধি ৯ দশমিক ৮ শতাংশ এবং নির্মাণ খাতে ৮ দশমিক ৮ শতাংশ বেড়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, কৃষি উত্পাদন ব্যাপক বৃদ্ধি পাওয়ায় ভারতের অর্থনীতি চাঙা হয়ে উঠেছে। পর্যাপ্ত মৌসুমি বৃষ্টিপাতের কারণে কৃষি উত্পাদন বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ । বৈশ্বিক মন্দা থেকে বেরিয়ে আসতে দেশের ১২০ কোটি মানুষকে ব্যাপক প্রণোদনা প্যাকেজের আওতায় নিয়ে আসায় ওই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলেও অনেকে মত দিয়েছেন।
বর্তমান বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভারত অন্যতম দ্রুত অগ্রসরমাণ দেশ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীনের পরই অর্থনৈতিক অগ্রগতিতে ভারতের অবস্থান। একই সময় চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৯ দশমিক ৬ শতাংশ।
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় কিছুদিন আগে দারিদ্র্যের হার কমিয়ে নিয়ে আনতে আগামী ২০১১ সালের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ডাবল ডিজিটে উন্নীত করার লক্ষ্যের কথা বলেছিলেন। বাসস।

No comments:

Post a Comment