Thursday, December 09, 2010

বিশ্বে দুর্নীতির মাত্রা বেড়েই চলছে: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বিশ্বের দুর্নীতির মাত্রা বেড়েই চলেছে। বর্তমান বিশ্বে দুর্নীতির মাত্রা বেড়েই চলছে। বর্তমান বিশ্ব যতটা দুর্নীতিগ্রস্ত, তিন বছর আগেও নাকি এমনটা ছিল না। টিআইর গ্লোবাল করাপশন ব্যারোমিটার-২০১০ শীর্ষক এক জরিপে এ কথা উঠে এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পরিচালিত ওই জরিপে ৫৬ শতাংশ মানুষ বলেছে, তাদের দেশ আগের চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। সংস্থাটির জরিপ অনুযায়ী, আফগানিস্তান, নাইজেরিয়া, ইরাক ও ভারত বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ।

এ ছাড়া এ তালিকায় চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশই রয়েছে। অন্যদিকে বিবিসির এক জরিপে বলা হয়েছে, এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত সমস্যার নাম দুর্নীতি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজন বলেছে, গত মাসে তারা অন্য বিষয়ের সঙ্গে দুর্নীতি-সংক্রান্ত আলোচনা করেছে।
টিআইর জরিপে বলা হয়েছে, মানুষ নিজ দেশের রাজনৈতিক দলগুলোকেই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে। এ ছাড়া এই সমস্যা মোকাবিলায় তাদের সরকারগুলো অকার্যকর বলে ৫০ শতাংশ সাক্ষাৎকারদাতা জরিপে মত দিয়েছে।
টিআইর জরিপে অংশগ্রহণকারীদের প্রতি চারজনের মধ্যে একজন বলেছে, গত বছর তারা ঘুষ দিয়েছে। এ ঘুষ গ্রহীতাদের মধ্যে অধিকাংশই ছিল পুলিশ।
জরিপ অনুযায়ী, প্রায় ২৯ শতাংশ ঘুষ পুলিশ গ্রহণ করেছে, ২০ শতাংশ ঘুষ গ্রহণ করেছে নিবন্ধক ও অনুমতি প্রদান কর্তৃপক্ষের কর্মকর্তারা এবং ১৪ শতাংশ ঘুষ গ্রহণ করেছে বিচার বিভাগের সদস্যরা।
জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অনেক আগে থেকেই রাজনৈতিক দলগুলো সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০৪ সালে ৭১ শতাংশ সাক্ষাৎকারদাতা রাজনৈতিক দলগুলো সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বলে মত দিলেও, এ বছর মত দিয়েছেন ৮০ শতাংশ সাক্ষাৎকারদাতা।
সাক্ষাৎকারদাতাদের মতে, দিন দিন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও চরম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। ২০০৪ সালে ২৮ শতাংশ সাক্ষাৎকারদাতা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত বলে মনে করত। তবে ২০১০ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ। বিবিসি।

No comments:

Post a Comment