Sunday, June 24, 2012

কক্সবাজারে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

কক্সবাজারে গত কয়েকদিনের জোয়ারের পানিতে উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সামুদ্রিক জোয়ারের তোড়ে টেকনাফের শাহপরীর দ্বীপের প্রায় এক কিলোমিটা বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে জালিয়াপাড়া, কোনারপাড়া, মিস্ত্রি পাড়াসহ বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে।

ডুবে গেছে ওই এলাকার রাস্তা ঘাট। জোয়ারের তোড়ে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া বেড়িবাঁধ ভেঙে গেছে। এ ছাড়া কক্সবাজার শহরের সমিতিপাড়া, বন্দরপাড়া, কুতুবদিয়াপাড়া, উত্তর নুনিয়াছড়া এবং মহেশখালীর ধলঘাটা, মাতারবাড়ি ও কুতুবদিয়া উপজেলার কয়েকটি গ্রামে বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, অমাবস্যার জোয়ারের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই/তিন ফুট বেড়েছে। এছাড়া সাগর উত্তাল রয়েছে এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

No comments:

Post a Comment