Friday, July 06, 2012

সরেজমিনঃ রামুতে পাহাড়ি ঢল, হাজারো মানুষ নিঃস্ব

'আমি পাহাড়ি ঢল দেখিনি, দেখেছি সুনামি। সেই রাতে সাগর থেকে নয়, পাহাড় থেকেই এসেছিল সুনামি! এই সুনামি রামু উপজেলার বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড করে দিয়েছে। নিঃস্ব করে দিয়েছে হাজার হাজার মানুষের সুখের সংসার।'
গতকাল বুধবার কালের কণ্ঠকে এভাবে ২৬ জুন রাতের আকস্মিক পাহাড়ি ঢলের বিবরণ দিচ্ছিলেন রাজারকুল ইউপি মেম্বার শাহাবুদ্দিন।
বন্যার পানি এখনো সরে না যাওয়ায় চকরিয়ার তিন গ্রামের মানুষ এভাবে দিন কাটাচ্ছেন। ছবিটি কৈয়ারবিল এলাকার। ছবি : কালের কণ্ঠ, বন্যায় হেলে পড়েছে বসতঘর। রশি দিয়ে টেনে গাছের সঙ্গে বেঁধে রাখার চেষ্টা এক মহিলার। ছবিটি রামুর রাজারকুল এলাকা থেকে তোলা। ছবিঃ রাশেদ মজিদ
রামু উপজেলাজুড়ে এখন পাহাড়ি ঢলের ধ্বংসস্তূপ। রাজারকুলের সাবেক চেয়ারম্যান আহমদুল হকের পুত্র আকতার কামাল গতকাল ঘরের দুটি টেলিভিশন এবং একটি ফ্যান মেরামত করতে যাচ্ছিলেন রামু সদর স্টেশনে।
তিনি জানান, তার ঘরের আলমিরায় রক্ষিত দলিল-দস্তাবেজস

No comments:

Post a Comment