Friday, July 06, 2012

কক্সবাজারে পর্যটন ভাতার দাবিতে সরকারি কর্মকর্তাদের স্মারকলিপি

কক্সবাজারে পর্যটন ভাতার দাবিতে মন্ত্রী পরিষদ সচিবের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির নেতারা। মঙ্গলবার সকালে তারা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন।
স্মারকলিপি উল্লেখ করা হয়, দেশের পর্যটন রাজধানী হিসেবে খ্যাত কক্সবাজার জেলায় দেশি-বিদেশি পর্যটকদের আগমন ঘটে সবচে বেশি। এ জেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবন যাত্রার মান অত্যন্ত ব্যয় বহুল। গত বছর রাজধানীতে অনুষ্ঠিত জেলা প্রশাসকদের সম্মেলনে কক্সবাজার জেলাকে ব্যয় বহুল জেলা হিসেবে ঘোষণা করা হয় এবং এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।

সমিতির নেতারা জানান, ইতোপুর্বে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পার্বত্য জেলায় কর্মরত সরকারি চাকরিজীবীদের ৩০ ভাগ হারে পাহাড়ী ভাতা দিয়ে আসছে সরকার।

এর আলোকে কক্সবাজারে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবন যাত্রার কথা বিবেচনা করে পর্যটন ভাতা দেয়ার দাবি জানানো হয়। এসময় সমিতির সভাপতি মো. সাজেদ আলী, সাধারণ সম্পাদ এডি গোলাম মোরশেদ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment