Sunday, January 02, 2011

নাটোরে বিষাক্ত মদ পানে পাঁচজনের মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর খ্রিষ্টানপাড়ায় গতকাল শনিবার রাতে বিষাক্ত মদ পানের পর এক নারীসহ পাঁচজন মারা গেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মাদকদ্রব্যের ব্যবসায়ী গীতা রানি সরকার, বড়াইগ্রামের গোপালপুর গ্রামের নাহিদ ও একই উপজেলার ওয়ারেছপাড়ার টুটুল।

বড়াইগ্রাম থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টায় বড়াইগ্রাম উপজেলার রাজাপুর খ্রিষ্টানপাড়ার মাদকদ্রব্যের ব্যবসায়ী গীতা রানি সরকার ও তাঁর কয়েকজন ক্রেতা মদ পান করেন। এর পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। আজ রোববার সকালে স্থানীয় লোকজন ওই বাড়ির উঠানে গীতা রানিসহ পাঁচজনকে পড়ে থাকতে দেখেন। পরে দেখা যায়, এর মধ্যে চারজনই মৃত। নাহিদ নামের একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গোপালপুর গ্রামের বকুল সরকার বলেন, ‘ঘটনাটি গভীর রাতে হওয়ায় আমরা কেউ জানতে পারিনি। তবে সকালে গীতা রানীর বাড়িতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখেছি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহার আলীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনাস্থল নাটোরের বড়াইগ্রাম উপজেলা ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মধ্যবর্তী হওয়ায় কোনো থানার পুলিশই নিহত ব্যক্তিদের ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেনি। আজ বিকেল চারটায় বড়াইগ্রাম থানাধীন বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘মদ পান করে পাঁচজন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে ঘটনাস্থল নিয়ে জটিলতা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

No comments:

Post a Comment