Sunday, January 02, 2011

ঝিনাইদহ ও রামগড় পৌরসভার নির্বাচন বাতিল

ঝিনাইদহ ও রামগড় পৌরসভার নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। পৌর নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার ঘটনায় কমিশন এ সিদ্ধান্ত নেয়। আজ রোববার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বিদ্যমান পরিস্থিতি নির্বাচনের জন্য সন্তোষজনক না হওয়ায় ঝিনাইদহের সদর পৌরসভা ও খাগড়াছড়ির রামগড় পৌরসভার নির্বাচনের তফসিল বাতিল করা হয়েছে। পরে এ দুই পৌরসভায় নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হবে।’
নির্বাচন কমিশনার আরও জানান, প্রভাব বিস্তারের অভিযোগে সাভার ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা) প্রত্যাহার করে অন্যত্র বদলির জন্য সভায় সংস্থাপন মন্ত্রণালয়ে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে ফেনী জেলা প্রশাসককে সতর্ক করে দেওয়া হয়।
প্রসঙ্গত, তফসিল ঘোষণার পর নির্বাচনী অপরাধে আজই প্রথমবারের মতো দুটি পৌরসভার নির্বাচন বাতিল করা হলো।

No comments:

Post a Comment