Friday, June 15, 2012

চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ট্রাক জব্দ

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে ৫টি বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচারকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন একটি ট্রাক জব্দ করেছেন।

এ ছাড়া অবৈধভাবে আহরণকৃত মজুদ বালু জব্দ করে প্রকাশ্য নিলামে বিক্রির মাধ্যমে ১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা করেছেন।
বেশ কিছুদিন ধরে খুটাখালী ইউনিয়নের ৫টি ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ২টিসহ ৭টি বালুমহাল থেকে একদল বালুদস্যু অবৈধভাবে বালু উত্তোলন করতে গেলে গতকাল বুধবার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সকালে খুটাখালী বালুমহাল থেকে বালু পাচারকালে একটি ট্রাক জব্দ করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখেন। এ ছাড়া ওইসব বালুমহাল থেকে অবৈধভাবে আহরণকৃত মজুদ বালু জব্দ করে প্রকাশ্যে বিক্রির মাধ্যমে ১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা করেন।

No comments:

Post a Comment