Friday, June 15, 2012

উখিয়ার মৌসুমি ফল যাচ্ছে সারাদেশে

উখিয়ায় মৌসুমি ফল আম ও কাঁঠালের কদর বেড়েছে। এলাকার চাহিদা মিটিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে আম, কাঁঠালের চালান ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।

দামে সস্তা ও ফলন বেশি হওয়ায় সয়লাব হয়ে গেছে মৌসুমি ফলের বাজার। উপজেলার পাঁচটি ইউনিয়নের দারোগাবাজার, কোটবাজার, মরিচ্যাবাজার, সোনারপাড়া বাজার, পালংখালী বাজারসহ বিভিন্ন হাটবাজারে উঠেছে প্রচুর আম, কাঁঠাল। উখিয়া বাজারে কাঁঠাল বিক্রি করতে আসা টাইপালংয়ের আলী আহমদ, দরগাহবিলের শাহজাহান ও নূরুল ইসলাম বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় মৌসুমী ফলের বাম্পার ফলন হয়েছে।
এসব ফল বাজারে বিক্রি করে বেশ টাকাও পাওয়া যাচ্ছে। চট্টগ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, উখিয়ার আম ও কাঁঠালের কদর থাকায় দেশের বিভিন্ন স্থানে প্রতি বছরই নিয়ে যাওয়া হয়। এখানে যে আমের হালি ১২-১৫ টাকা ও কাঁঠাল ২০ থেকে ৬০ টাকায় কেনা যায় তা চট্টগ্রাম ও ঢাকা শহরে বিক্রি করলে দিগুণ মূল্য পাওয়া যায়।

No comments:

Post a Comment