Sunday, December 05, 2010

এক-এগারোর চেয়ে ভয়াবহ দুর্যোগ আসছে ___সাকা চৌধুরী

কটা দুর্যোগ সামনে আছে। এটা রাজনীতির জন্য সতর্কসংকেত। নাইন-ইলেভেন, ওয়ান-ইলেভেন হবে না। নতুন তারিখে হবে। আমি সমাজের বাইরের কেউ না। ঘূর্ণিঝড় এলে ক্ষতি কেমন হবে তা কেউ বলতে পারে না। এতটুকু বলতে পারি, এই দুর্যোগ আগের চেয়ে ভয়াবহ হবে।’
আজ রোববার দুটি মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করতে এসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী।
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আজকের (রোববার) পত্রিকায় দেখলাম, ডিজিটাল বিচার হবে। বিচারালয় ডিজিটাল হলে অবাক হওয়ার কিছু নেই।’ তিনি বলেন, ‘প্রতিটি সরকারের একটি চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। এই সরকারের বৈশিষ্ট্য বিরোধীদের ওপর আক্রমণ করা। বিএনপি ক্ষমতায় গেলে এর পরিবর্তন হবে নিশ্চয়তা দিতে পারি না।’
বিএনপির নেতা আরও বলেন, ‘ওয়ান-ইলেভেন থেকে মনে হয় না আমরা শিক্ষা নিয়েছি। কেন নেইনি অনেক অজুহাত দেখানো যায়। অজুহাত আমার কাছে গ্রহণযোগ্য নয়।’
কর্নেল (অব.) অলি আহমদ তৃতীয় শক্তির ক্ষমতায় আসার আশঙ্কা ব্যক্ত করেছেন—এ ব্যাপারে জানতে চাইলে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘উনি কর্নেল। কত রকম ধ্বনি তিনি শুনতে পান। আমরা সিভিলিয়ান (বেসামরিক লোক)। আমরা কি এসব ধ্বনি শুনতে পারি?’
এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘গণপদত্যাগের কালচার আওয়ামী লীগ তৈরি করেছে। ১৯৯৪ সালে আমাকে তত্কালীন বিরোধী দলের সঙ্গে সমঝোতার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগের সঙ্গে আমিও পদত্যাগ করেছিলাম। এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা আমি দিতে পারি না।’ এ বিষয়ে সুরঞ্জিত্ সেনগুপ্তের অভিমতের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘সংবিধান, সংসদের বিধি বা কার্যপ্রণালিতে গণপদত্যাগের কোনো বিধান নেই। সংসদে যাওয়া না-যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পদত্যাগের বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের সামনে সব সুযোগ খোলা রয়েছে। কী করব, তা সরকারের আচরণের ওপর নির্ভর করছে।’

No comments:

Post a Comment