Thursday, January 13, 2011

মধ্যপ্রাচ্যে চাকরির নামে চার শতাধিক বাংলাদেশিকে নেপালে পাচার

চাকরি দিয়ে মধ্যপ্রাচ্যে পাঠানোর নামে চার শতাধিক বাংলাদেশিকে নেপালে পাচার করেছে একটি চক্র। ওই চক্রের প্রধান এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ। তাদেরকে নেপালি সাজিয়ে মধ্যপ্রাচ্যে পাঠানোর চেষ্টা চলছিল।
নেপালের কাঠমান্ডু টাইমস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আদম পাচার চক্রের প্রধান বাংলাদেশি শেখ আবদুল আলিমকে নেপালের পুলিশ গত সপ্তাহে রাজধানী কাঠমান্ডুর শম্ভু এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে সে চার শতাধিক বাংলাদেশি নাগরিককে নেপালে পাচার করার কথা স্বীকার করে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, পাচার হওয়া বাংলাদেশিদের কাছে দেশে ফেরার মতো টাকা নেই বলে পুলিশ ধারণা করছে। জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্য যেতে গিয়ে তারা নেপালে আটকা পড়েছে। কাঠমাণ্ডুর বিভিন্ন স্থানে তারা অবৈধভাবে কাজ করছে।
নেপাল পুলিশের এক কর্মকর্তা কাঠমাণ্ডু টাইমসকে জানান, শেখ আবদুল আলিমের চক্র সুসংগঠিত। তারা বাংলাদেশ থেকে শ্রমিক এনে নেপালি ভাষা শিখিয়ে আরব দেশগুলোতে পাঠায়। চক্রটি নেপালের এজেন্সিগুলোর সহায়তা নিয়ে এ কাজটি করে থাকে।
কাঠমাণ্ডু পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট রানা বাহাদুর চন্দ বলেছেন, অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের সম্ভাব্য কর্মস্থলগুলোতে অভিযান চালিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য পুলিশ অভিযান শুরু করবে। ইতিমধ্যে আলিমের দুই সহযোগীকে ধরতে পুলিশ জোরদার অভিযান শুরু করেছে। একজন বাংলাদেশে পালিয়ে এসেছে বলে পুলিশ মনে করছে।
নেপালের অভিবাসন বিভাগ গত এক বছরে ২৪ জনেরও বেশি বাংলাদেশিকে নেপালের জাল পাসপোর্টসহ আটক করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে ঢাকার একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটে বাংলাদেশিরা সহজে নেপাল যেতে পারে। নেপালে বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার সুবিধা থাকায় পাচারকারী চক্র চাকরি প্রত্যাশীদের পর্যটক সাজিয়ে দেশটিতে নিয়ে যায়। পরে কাঠমাণ্ডু ও বিভিন্ন শহরের চক্রগুলোর যোগসাজশে তাদের নেপালি ভাষা শেখানোর পাশাপাশি নেপালি আদব-কায়দা শেখানো হয়। এরপর নেপালের জাল পাসপোর্ট সংগ্রহ করে তাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠানো হয়।

No comments:

Post a Comment