Monday, December 06, 2010

'স্বৈরাচারকে নিয়ে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র করছে সরকার'

ব্বইয়ের 'স্বৈরাচার' ও বর্তমান 'ফ্যাসিস্ট' সরকার এক হয়ে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। সোমবার 'স্বৈরাচার পতন দিবস' উপলক্ষে এক আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। মির্জা ফখরুল দেশের বর্তমান চিত্র তুলে ধরে বলেন, "সরকার যেভাবে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে- তাতে আমরা শঙ্কিত। আজ দেশের স্বাধীনতা ও সাবভৌমত্ব বিপন্ন হওয়ার পাশাপাশি মানুষের মৌলিক অধিকারকে তারা হরণ করেছে। এই অপশক্তিকে রুখতে হবে।'' এ জন্য তিনি দলের সর্বস্তরের নেতা-কর্মীদের বিশেষ করে ছাত্র সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর জেনারেল এইচ এম এরশাদ ক্ষমতা ছেড়ে দিলে তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ তিনজোটের রূপরেখা অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
বিএনপি এ দিনটিকে স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করে থাকে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে 'স্বৈরাচার পতন দিবস- বর্তমান প্রেক্ষিত ও করণীয়' শীর্ষক এই আলোচনা সভায় সাবেক ছাত্র নেতারা নব্বইয়ের আন্দোলনের নানা দিক তুলে ধরেন। তারা ওই সময়ের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে ছাত্রদলের নেতা-কর্মীদের কথিত দেশ রক্ষার আন্দোলনে প্রস্তুতি নিতে বলেন। নব্বইয়ের সর্বদলীয় ছাত্রঐক্য এ আলোচনা সভার আয়োজন করে। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় ওই সময়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, সালাউদ্দিন আহমেদ, রহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, লুৎফর রহমান খান, খায়রুল কবীর খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, নাজিম উদ্দিন আলম, হাবিবুল ইসলাম হাবিব, আবুল লতিফ জনি, আসাদুজ্জামান আসাদ, তকদীর হোসেন মো. জসিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।

No comments:

Post a Comment