Monday, December 06, 2010

পৌর মেয়রদের পদ ছেড়ে নির্বাচন করতে হবে: সাখাওয়াত

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন পৌর নির্বাচনে বর্তমান মেয়ররা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাঁদের মেয়রের পদ ছেড়ে দিতে হবে। আজ সোমবার নির্বাচন কমিশনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পৌর আইনের বিধান অনুযায়ী রাষ্ট্রীয় লাভজনক পদে থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না। এই বিধানের উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে যাঁরা মেয়র আছেন, বিধান অনুযায়ী তাঁদের প্যানেল মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
সাখাওয়াত হোসেন জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে যেসব সরকারি কর্মকর্তা অবসরকালীন ছুটিতে আছেন, তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আবার যাঁদের বিরুদ্ধে মামলায় আদালত অন্তত দুই বছরের সাজা দিয়েছেন এবং যেসব অভিযুক্ত ব্যক্তি আদালত থেকে জামিন নিয়েছেন বা আপিল করেছেন, তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে মামলা বা সাজার ওপর আদালতের স্থগিতাদেশ থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে।

No comments:

Post a Comment