Monday, December 06, 2010

দেশের সবচেয়ে বড় অপরাধী হচ্ছেন সাহাবুদ্দীন: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে দেশের সবচেয়ে বড় অপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন। আজ সোমবার সংবিধান সংরক্ষণ দিবস পালন উপলক্ষে দলটির এক আলোচনা সভায় এরশাদ সাবেক প্রধান উপদেষ্টার বিচারও দাবি করেন। আজ থেকে ২০ বছর আগে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণ-অভ্যুত্থানের মুখে এরশাদ পদত্যাগে বাধ্য হয়েছিলেন। অন্যরা দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ বা ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে পালন করলেও জাতীয় পার্টি একে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে।আজ একটি বেসরকারি টিভি চ্যানেলের খবরে বলা হয়, ওই সভায় এরশাদ আরও বলেন, ‘আমরা সংবিধান রক্ষা করেছিলাম। জগতের কাছে পরিচয় দিয়েছিলাম, সামরিক শাসনের মধ্য দিয়ে এলেও আমরা সংবিধান সম্মান করি। গণতন্ত্রকে শ্রদ্ধা করি।’
তবে তিনি বলেন, ‘আজ এ দেশে গণতন্ত্রের বিসর্জন হয়েছে। গণতন্ত্র মুখে আছে, কাজে নেই।’
মহাজোটের প্রধান শরিক দলকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, ‘আগামীতে নির্বাচন আসছে। গত নির্বাচনে আমাদের ৪৮টি আসন দেওয়ার পর ১৮টি আসন কেড়ে নেওয়া হয়েছিল। সে ইতিহাস আবার যেন ফিরে না আসে। ইতিহাস থেকে শিক্ষা নিন এবং এবার আমাদের সঙ্গে সুবিচার করবেন, এটা আশা করি।’
নূর হোসেন হত্যাকাণ্ডের পেছনে লাশের রাজনীতি ছিল দাবি করে এরশাদ বলেন, একটি মানুষকে সাজিয়ে-গুজিয়ে বুকের মধ্যে লেখা হল, ‘গণতন্ত্র মুক্তি পাক’ এবং তাকে হত্যা করা হলো। গুলি লাগল কোথা থেকে পিঠে। পুলিশ গুলি করলে সামনে দিয়ে গুলি করবে। পেছন দিয়ে তো পুলিশ গুলি করবে না। তাকে মেরে লাশের রাজনীতি করার জন্য এটা সাজানো নাটক ছিল।

No comments:

Post a Comment