Tuesday, January 18, 2011

পুরোপুরি ফিট না হলে মাশরাফির বিশ্বকাপ খেলা উচিত নয়

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও টেস্ট-পূর্ব সময়ে এ দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান রকিবুল হাসান দেশের সেরা বোলার মাশরাফি বিন মুর্তজার ইনজুরিকে একটি দুর্ভাগ্যজনক ব্যাপার হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘পুরোপুরি ফিট না হলে মাশরাফিকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা উচিত নয়।’

রকিবুল হাসান মাশরাফিকে বাংলাদেশের ক্রিকেটের একটি অমূল্য সম্পদ হিসেবে অভিহিত করে বলেছেন, ‘এ সম্পদকে আমাদের দীর্ঘদিন ধরে ব্যবহার করতে হবে। একটি বিশ্বকাপে মাশরাফি যদি না-ও খেলতে পারে, তাহলে সেই ক্ষতি স্বীকার করেও মাশরাফিকে সুস্থ করে তুলতে হবে।’ বিশ্বকাপের মতো একটি বড় আসরে মাশরাফি পুরো ফিট না হয়ে খেললে, সেটা তাঁর ক্যারিয়ারের জন্যও ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করেন রকিবুল হাসান।
বাংলাদেশে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে, এ ব্যাপারটি রকিবুল হাসানকে দারুণ উদ্বেলিত করেছে। প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এবারের বিশ্বকাপে বাংলাদেশ যেমনই খেলুক, আমরা বিশ্বকাপের আয়োজক—এ ব্যাপারটিই আমার কাছে খুব আনন্দময়।’ তিনি আরও বলেন, গত দুই বছর ধরেই ধারাবাহিকভাবে বাংলাদেশ ভালো খেলছে, তাই এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভালো না করার কোনো কারণ নেই।
বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে আলাদা কোনো ভাবনা নেই এ দেশের ক্রিকেটের অন্যতম বোদ্ধা রকিবুল হাসানের। তাঁর মতে, নির্বাচকদের জন্য বিশ্বকাপ দল নির্বাচন তেমন কঠিন হবে না। কারণ, একটি দলকে প্রায় দুই বছর ধরেই তাঁরা তৈরি করেছেন। তাঁরা সাম্প্রতিককালে ভালো খেলছে। তবে এবারের ঘরোয়া মৌসুমে কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্স নির্বাচকদের গ্যাম্বলিংয়ে উদ্বুদ্ধ করতে পারে বলে তিনি মনে করেন।
রকিবুলের মতে, বাংলাদেশের বিশ্বকাপ দলে আশরাফুল, শাহরিয়ার নাফীস দুজনই স্থান পাবেন। তবে, বাংলাদেশের ওয়ানডে দলে রকিবুল সুযোগ পান না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘রকিবুলের মধ্যে আমি আমাকে খুঁজে পাই। ও দলে থাকলে আমার ভালো লাগে। আমি আগেও বলেছি, রকিবুল হাসান ও মুশফিকুর রহিম—এ দুজন বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে ভালো টেকনিকের ব্যাটসম্যান। কিন্তু রকিবুলের খেলার ধরনটা ওয়ানডে ক্রিকেটের সঙ্গে যায় না। এ কারণে বিশ্বকাপ দলে সে না-ও থাকতে পারে। তবে বাংলাদেশের টেস্ট দলে রকিবুল অবশ্যই সুযোগ পাবে।’ রকিবুল হাসান রকিবুল সম্পর্কে আরও বলেন, ‘সে উইকেটে সেটল হতে অনেক বেশি বল নষ্ট করে। এরপর তাড়াহুড়া করতে গিয়ে আউট হয়। বর্তমান পাওয়ার প্লের যুগে সেটল হতে বেশি বল নষ্ট করা এক ধরনের অপরাধ।’
বিশ্বকাপ দল থেকে আশরাফুলকে বাদ দেওয়ার কথা যাঁরা বলেন, তাঁরা বোকার রাজ্যে বাস করেন বলে রকিবুল মন্তব্য করেন। তিনি বলেন, ‘আশরাফুলকে বাদ দেওয়ার কি কোনো কারণ আছে? সে এ দেশের সেরা ব্যাটসম্যানদের একজন। সে এ মুহূর্তে ফর্মে রয়েছে। তাকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ভাবাই যায় না। সবচেয়ে বড় ব্যাপার যে অভিজ্ঞ খেলোয়াড় ও বড় দলগুলোর বিপক্ষে তার রান করার ইতিহাস রয়েছে।’
সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মো. আশরাফুল—এ তিনজন খেলোয়াড়ের খেলার ধরনই প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় বলে রকিবুল মন্তব্য করেন। এ তিনজনই বাংলাদেশের ম্যাচ উইনার। তাই সাকিব ও তামিমের সঙ্গে একজন ম্যাচ উইনার হিসেবে আশরাফুলের একাদশে থাকাও বাংলাদেশের জন্য মঙ্গলজনক বলে তিনি মন্তব্য করেন।

No comments:

Post a Comment