Tuesday, January 11, 2011

জেলা কমিটির সমর্থন ছাড়া মামলা প্রত্যাহারের সুপারিশ নয়: কামরুল

ইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যেসব মামলায় জেলা কমিটি সুপারিশ করেনি, রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় সেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হবে না। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশের জন্য গঠিত কমিটির ২৫তম বৈঠক শেষে তিনি এ কথা বলেছেন।

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন । জানা যায়, রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের জন্য বৈঠকে আজ এক হাজার ৪৮১টি মামলা উত্থাপন করা হয়। এর মধ্যে মাত্র ৫৬টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। ৫৭৬টি মামলা ফেরত পাঠানো হয়েছে। ৮৪৯টি মামলা নিয়ে বৈঠকে আলোচনা হয়নি।
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় এ পর্যন্ত ১০ হাজার ৪৮৯টি মামলা প্রত্যাহারের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে ছয় হাজার ৭৮৮টি মামলাটি প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে।
প্রসঙ্গত, রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের সুপারিশের জন্য আজ বৈঠকে উত্থাপিত এক হাজার ৪৮১টি মামলার মধ্যে ৯০০ মামলায় জেলা কমিটির সুপারিশ নেই, আছে দলীয় নেতাদের সুপারিশ—এমন একটি সংবাদ দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে।

No comments:

Post a Comment