Wednesday, January 12, 2011

এসইসি সদস্য মনসুরের পদত্যাগ

পুঁজিবাজারে অস্থিরতার পেছনে যার কয়েকটি সিদ্ধান্ত দায়ী বলে অনেকে মনে করেন, সেই মনসুর আলী পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা- এসইসির সদস্যের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক কর্মকর্তা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, মনসুর আলী মঙ্গলবার এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের কাছে পদত্যাগপত্র দিয়েছেন।

এ বিষয়ে এসইসি চেয়ারম্যানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অন্যদিকে মনসুর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার কার্যালয় থেকে জানানো হয়, তিনি অফিসে আসেননি। গত এক মাস ধরে পুঁজিবাজারে অস্থিরতা চলছে। এর মধ্যে দরপতনের রেকর্ড ভাঙে কয়েকবার। গত সোমবার সর্বোচ্চ দরপতন হয় ঢাকার পুঁজিবাজারে।

বলা হয়, এসইসি চেয়ারম্যান দেশের বাইরে থাকা অবস্থায় দায়িত্বপালনরত মনসুর মেম্বার মার্জিন বাড়ানো এবং নীতিমালায় কিছু পরিবর্তন আনেন। যা বাজারে দরপতন ত্বরান্বিত করে।

No comments:

Post a Comment