Tuesday, January 04, 2011

মুফতি ইজহারুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর

খুলনার হোমিও চিকিৎসক আজিজুর রহমান অপহরণ মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ইজহারুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার মহানগর হাকিম শামিরা পারভীন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

১ জানুয়ারি আসামি ইজহারুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে মামলার তদন্তসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র (সিডি) না থাকায় আদালত আজ শুনানির দিন ধার্য করেছিলেন।
আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, চিকিৎসক আজিজুর রহমান অপহরণের ঘটনায় তদন্তকালে ইজহারুলের জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষুম তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মামলাটি তদন্ত করছেন, সিআইডি কর্মকর্তা ফজলুর কবির।
২০০৩ সালের ৪ সেপ্টেম্বর চিকিৎসক আজিজুর রহমানকে অপহরণ করা হয়। এ ঘটনায় আজিজুর রহমানের স্ত্রী ফারহানা রেজা মিরপুর থানায় ২৪ সেপ্টেম্বর এ মামলা করেন

No comments:

Post a Comment