Tuesday, January 04, 2011

পুঁজিবাজারে ব্যাপক দরপতন

তারল্য প্রবাহের ঘাটতি ও শেয়ার বিক্রির চাপের মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন হয়েছে।

মঙ্গলবার সাধারণ মূল্যসূচক গত দিনের চেয়ে ২০৩ পয়েন্ট বা ২.৪৮ শতাংশ পড়ে দিন শেষে দাঁড়ায় ৭ হাজার ৯৮০ দশমিক ৯৮ পয়েন্ট। আগের দিনও সাধারণ সূচক ১১৯ দশমিক ৮৭ পয়েন্ট কমে যায়। সেইসঙ্গে কমে বাজার মূলধন ও লেনদেনসহ সবগুলো সূচক।

বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে সোমবারও দ্বিতীয় দিনের মতো ডিএসইতে দরপতনের এ ধারা অব্যাহত থাকে। এদিন ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্সুরেন্স, বিদ্যুৎ, জ্বালানি ও ওষুধ কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে যায়।

লেনদেন হওয়া মোট ২৪৬টি শেয়ারের মধ্যে ২১১টির দাম কমে যায়, ২৯টির দাম বাড়ে ও ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। ডিএসইতে দিন শেষে মোট লেনদেন দাঁড়ায় ১ হাজার ১৫৬ কোটি টাকা। যা গত দিনের চেয়ে ২১৬ কোটি টাকা কম।

লেনদেনের তালিকায় শীর্ষে ছিল ন্যাশনাল ব্যাংক, বে লিজিং, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক ও পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে মন্দা ভাব দেখা গেছে। সিএসই মূল সূচক ৩৯৫ পয়েন্ট বা ২ দশমিক ৬২ পয়েন্ট কমে দিন শেষে দাঁড়ায় ১৪ হাজার ৬৬১ দশমিক ০৩ পয়েন্ট।

সোমবার সিএসইতে লেনদেন হওয়া মোট ১৮৯টি শেয়ারের মধ্যে ১৬৩টির দাম কমে যায়, ২০টির দাম বাড়ে ও ৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।

No comments:

Post a Comment