Tuesday, January 04, 2011

তেল-চিনির ডিও প্রথা বাতিল

খুচরা বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি পর্যায়ে চিনি ও ভোজ্যতেল বাজারজাত করার ক্ষেত্রে ডিও (ডেলিভারি অর্ডার) প্রথা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে চালু হচ্ছে পরিবেশক পদ্ধতি।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ও চিনি আমদানি ও পরিশোধনকারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য সচিব গোলাম হোসেন।

সভায় 'নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ও বিপণন নীতিমালা-২০১১'-এর খসড়া চূড়ান্ত হয়। সচিব জানান, নীতিমালাটি আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে মন্ত্রিসভায় অনুমোদন হবে। এরপর গেজেটে প্রকাশের ৯০ দিনের মধ্যে নতুন পদ্ধতি কার্যকর হবে।

সবমিলিয়ে ১১১ দিনের মধ্যে পরিবেশক পদ্ধতি কার্যকর হবে বলে জানান গোলাম হোসেন। তিনি বলেন, "ভোজ্যতেল ও চিনির মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্যই এ পদ্ধতির প্রবর্তন করা হচ্ছে। ডিও প্রথার মাধ্যমে মাধ্যমে মধ্যস্বত্ত্বভোগীদের কারণে এসব পণ্যের দাম বেড়ে যায়।"

No comments:

Post a Comment